বিবেককে নয়া দফতর থেকে সরালেন মাস্ক
শোনা যাচ্ছে সামনের সপ্তাহে ওহায়ো প্রদেশের গভর্নর পদের জন্য লড়বেন রামস্বামী। আমেরিকায় নতুন প্রশাসন সদ্য কাজ শুরুর সঙ্গে সঙ্গে রামস্বামীকে মাস্ক ছেঁটে ফেলায় নানা জল্পনা শুরু হয়েছে হোয়াইট হাউসের অন্দরেই।
Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ০৮:৩২
Share:
Save:
ইলন মাস্ক।
ইলন মাস্ক। —ফাইল চিত্র।
দফতরের নাম ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ বা সংক্ষেপে ডিওজিই। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই তাঁর প্রশাসনের তরফে চালু করা হয়েছিল এই দফতর। উদ্দেশ্য, আমেরিকার বিভিন্ন ‘অপ্রয়োজনীয়’ কেন্দ্রীয় সরকারি সংস্থা (ফেডারাল এজেন্সি) বন্ধ করে দেওয়া। সেই সঙ্গে দেশে সরকারি চাকরির পরিমাণও তিন চতুর্থাংশ কমিয়ে আনা। ডিওজিই-র মাথায় রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু তথা ধনকুবের শিল্পপতি ইলন মাস্ক। মাস্কের পাশাপাশি ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নেতা বিবেক রামস্বামীও এই দফতরের একটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তবে সেই পদ থেকে সদ্য তাঁকে সরিয়ে দিয়েছেন মাস্ক। শোনা যাচ্ছে সামনের সপ্তাহে ওহায়ো প্রদেশের গভর্নর পদের জন্য লড়বেন রামস্বামী। আমেরিকায় নতুন প্রশাসন সদ্য কাজ শুরুর সঙ্গে সঙ্গে রামস্বামীকে মাস্ক ছেঁটে ফেলায় নানা জল্পনা শুরু হয়েছে হোয়াইট হাউসের অন্দরেই।
Comments
Post a Comment
কোন ভুল ত্রুটি থাকলে বা কোন প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে বা whatsapp এ জানাবেন আমরা সংশোধনের জন্য চেষ্টা করব